চট্টগ্রাম: নগরে ২৪ ঘন্টায় অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



গ্রেপ্তাররা হলেন, হালিশহর থানার আসামি মো. সবুজ (২৯), আকবরশাহ থানার আসামি মোঃ জাকির হোসেন প্রকাশ জাকারিয়া (২৭), মো. জাকারিয়া (২২), মো. আলমগীর (২৬), মো. আলাউদ্দিন (৩২), জালাল (২০),  আজিজুল হাকিম প্রকাশ আজিজ মিয়া (১৯), মো. রিদোয়ান হোসন রাজু (২১), মো. রাশেদ (২৮), মো. খোকন (৪৮), মো. মহিউদ্দিন (৪২), মো. মহিন (১৯), মো. ইসমাইল (৩৯), মো. সাইফুল ইসলাম (৩২),. মো. জুয়েল (২০), বন্দর থানার আসামি মো. ইয়াছিন আরাফাত (৩২), মো. হৃদয় (১৯), পতেঙ্গা মডেল থানার আসামি আশীষ দাশ (৩৪), চান্দগাঁও থানার আাসামি  মোঃ রাকিব (২৬), ওবাইদুল গোফরান চৌধুরী (৫০), মো. পারভেজ হোসেন (২৬), মো. রায়হান (১৯), ইব্রাহিম খলিল জয় (২০), খুলশী থানার আসামি আবু তালহা সিফাত (২৫),  মো. রবিউল ইসলাম (২০), মো. সিয়াম (২০), বাকলিয়া থানার আসামি মো. ওমর ফারুক রুবেল (৩৫), পাহাড়তলী থানার আসামি ফেনী সদর লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক (৩০), ডবলমুরিং মডেল থানার আসামি আজিজুর রহমান (৩০), মো. ইমন (১৯),  মো. জামিল (৩২), মো. নবী হোসেন (২২), মো. রাশেদ(২১), মো. জিহাদুল ইসলাম (২০), মো. আলী (২০), মো. সাগর (২০), মো. সাকিব (২৩), মো. ওয়াজিদ (১৯), সদরঘাট থানার আসামি মোহাম্মদ হোসেন (৩৬), গোবিন্দ দাশ (২৫), কর্ণফুলী থানার আসামিবআব্দুল মন্নান (৪২), ইপিজেড থানার আসামি মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হোসেন খোকন প্রকাশ ভিপি খোকন (৪০), কোতোয়ালী থানার আসামি জয় দে (২০) ও বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. জাহেদ প্রকাশ মাহাদি (২২)।

সিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।









বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫

পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews