ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মাঝে সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১০১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২৭টি শিশু ও ৩১ জন নারী রয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও হামাসের ঐকমত্যের ভিত্তিতে গাজার দীর্ঘ ৪৬৮ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তির ঘোষণা করা হয়েছে। আগামী রোববার থেকে তা কার্যকর হবে বলে উভয় পক্ষ জানিয়েছে। এরও মধ্যে ইসরাইল তার আগ্রাসন অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় তাদের হামলায় গাজার অন্তত ১০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ২৭টি শিশু ও ৩১ জন নারী রয়েছে।
এদিকে, আজকে ইসরাইলি মন্ত্রীপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরিষদের সদস্যরা যুদ্ধবিরতির চুক্তিকে অনুমোদন করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র : আল জাজিরা