দেবশিশু? সেটাও আবার এখনকার এই উত্তর–আধুনিক দুনিয়ায়? ‘মহেশ’ গল্পের তর্করত্ন বেঁচে থাকলে হয়তো বলতেন, শখ কত! মানুষ জোটে না দেবশিশুর শখ! স্প্যানিশ সমর্থকেরাও তখন হয়তো নাছোড় হয়ে পাল্টা বলতেন, হ্যাঁ, লামিনে ইয়ামাল রক্তমাংসের মানুষই। কিন্তু তাঁর জীবনপথে সৃষ্টিকর্তা এবং ‘দেবতা’র যে অদ্ভুত অলৌকিক স্পর্শ তার কী ব্যাখ্যা? ব্যাপ্টিজম অব ফায়ার? মানে অগ্নিস্নানে শুচি?
কথাগুলো হায়ারোগ্লিফিক মনে হলে গল্পটা আগে বলা ভালো। এই গল্প ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে বলেছেন ফ্রিল্যান্সার আলোকচিত্রী হুয়ান মনফোর্ত। এমনিতেই বলেননি। গত সপ্তাহে লামিনে ইয়ামালের বাবা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘দুই কিংবদন্তির যাত্রা শুরু’। কোন সে ছবি নিশ্চয়ই বুঝে ফেলেছেন।