তাহলে আরও একটি অবিশ্বাস্য জয় পেতে যাচ্ছে ইংল্যান্ড? ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষ থেকে জয়ের জন্য ৩৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়েছিলো ইংলিশার। এই রান তাড়া করতে নেমে তৃতীয় দিন বিকেলেই ওপেনার জ্যাক ক্রলির (১৪) উইকেট হারাতে হয়েছিল স্বাগতিকদের।

তবে চতুর্থ দিন এসে ধীরে ধীরে ভারতের কাছ থেকে ম্যাচ বের করে আনছে ইংল্যান্ড। বেন ডাকেট ৪৩ বলে ৫৪ রান করে এবং ভারপ্রাপ্ত অধিনায়ক অলি পোপ ৩৪ বলে ২৭ রান করে আউট হয়ে গেলেও ইংল্যান্ডের হাল ধরেন দুই অভিজ্ঞ ও তরুণ ব্যাটার জো রুট (Joe Root) এবং হ্যারি ব্রুক (harry brook)।

৩ উইকেটে ১০৬ রানের মাথায় দলের হাল ধরেন এ দু’জন। এ রিপোর্ট লেখার সময় দলীয় রান ৩০১। জুটি গড়েছেন ১৯৯ রানের। তবে এই জুটিকে ২০০ স্পর্শ করাতে পারেননি তারা। কারণ, সেঞ্চুরি করলেও ১১১ রান করে আউট হয়ে যান হ্যারি ব্রুক। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৯১ বলে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। ১১১ রান করেছিলেন ৯৮ বলে।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন জো রুটও। এ রিপোর্ট লেখার সময় তার রান ৮৩। রুটের সঙ্গী জ্যাকব বেথেল। জয়ের জন্য আর মাত্র ৭৩ রান প্রয়োজন ইংল্যান্ডের। অস্বাভাবিক কিছু না ঘটে গেলে, ইংল্যান্ডই হয়তো এই টেস্টে জয়ী হবে এবং সিরিজও জিতবে তারা।

ওভাল টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ২২৪ রানে। জবাব দিতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৭ রানে। ২৩ রানের লিড নিতে সক্ষম হয় তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়সওয়ালের সেঞ্চুরিতে ভর করে ৩৯৬ রান সংগ্রহ করে ভারত। লিড দাঁড়ায় ৩৭৩ রানের। জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

আইএইচএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews