রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রীতিমতো উড়িয়েই দিয়েছে বার্সেলোনা। দলটার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে, শেষে দশ জনের দলে পরিণত হয়েও ৫-২ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে। তবে এই ক্লাসিকো জেতার আনন্দের মাঝেই বড় এক দুঃসংবাদ পেল ক্লাবটি।
বার্সেলোনা গতকাল পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদকে জবাব দিচ্ছিল। ২১ মিনিটে সমতাও ফিরিয়ে এনেছিল লামিন ইয়ামালের দারুণ এক গোলে। তবে বার্সেলোনা দুঃসংবাদ পায় ম্যাচের ৩০ মিনিটে। চোট নিয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ইনিগো মার্তিনেজকে। তার বদলে মাঠে নামেন রোনাল্ড আরাউহো। মার্তিনেজ অবশ্য বেঞ্চে গিয়েও থামেননি। রেফারির সিদ্ধান্তে মেজাজ হারিয়ে বসেন পরবর্তীতে। যার ফলে তাকে হলুদ কার্ডও দেখতে হয়।
৩৩ বছর বয়সী ইনিগো মার্তিনেজ এবং লা মাসিয়া থেকে উঠে আসা পাউ কুবারসির দুর্দান্ত ডিফেন্সিভ জুটি ইউরোপের অন্যতম সেরা। কিন্তু ইনিগোর অনুপস্থিতি সাময়িকভাবে এই জুটিকে ভেঙে দিল।
ইনিগোর পরিবর্তে মাঠে নামানো হয় রোনাল্ড আরাউহোকে, যিনি নিজেও সম্প্রতি চোট থেকে সেরে উঠেছেন। ম্যাচে তার পারফরম্যান্স ছিল চিরচেনা। তিনি ভিনিসিয়ুস জুনিয়রকে আটকাতে দারুণ সফল হন, আগের ক্লাসিকোগুলোতেও এমন পারফরম্যান্স অহরহই দিয়েছেন তিনি।
আরাউহো এলেন, ইনিগো গেলেন, তাতে খুব বেশি ক্ষতি বার্সেলোনার হতো না, যদি না আরাউহোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকত দলে। ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত ও লা রিপাবলিকা জানিয়েছে, আরাউহো ইতালির সেরি এ ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্সেলোনা জুভেন্টাসের একটি প্রস্তাব গ্রহণ করেছে, যেখানে প্রথমে অর্থপ্রদানের ভিত্তিতে একটি ধারে চুক্তি এবং পরে বাধ্যতামূলক ক্রয়ের শর্ত রয়েছে।
বার্সেলোনা ক্লাসিকোতে দারুণ এক জয় পেয়েছে বটে, কিন্তু আরাউহোর সম্ভাব্য প্রস্থান আর ইনিগোর লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়াটা তাদের জন্য বড় দুশ্চিন্তাই বয়ে আনল। যার প্রভাব দলটার চলমান দলবদল উইন্ডোতেও দেখা যেতে পারে বেশ।