বর্তমান সময়ের স্মার্টফোনে শুধু একক ক্যামেরা নয়, অনেক ক্ষেত্রে ৩ থেকে ৫টি লেন্সও দেখা যায়। সাধারণ ব্যবহারকারীরা প্রশ্ন করেন, এত লেন্সের দরকার কেন? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, একাধিক লেন্সের মূল উদ্দেশ্য হল ছবি ও ভিডিওর মান বৃদ্ধি করা এবং ব্যবহারকারীর ফটোগ্রাফির অভিজ্ঞতা সমৃদ্ধ করা।
একাধিক লেন্সের প্রতিটি আলাদা কাজ থাকে। উদাহরণস্বরূপ:
প্রধান লেন্স: সাধারণ ছবি তোলার জন্য।
ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স: বৃহৎ ভিউ বা গ্রুপ ছবি তোলার জন্য।
টেলিফটো লেন্স: দূরের বস্তু বড় করে ধরার জন্য।
ম্যাক্রো লেন্স: নিকটবর্তী ছোট বস্তুর বিস্তারিত ছবি তুলতে।
ডেপথ সেন্সর: ছবিতে বোকেহ বা পটভূমি ব্লার করতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, একাধিক লেন্স ব্যবহার করলে লো-লাইট বা কম আলোতে ছবি তোলার ক্ষমতা বাড়ে। এছাড়াও, এই লেন্সগুলো কম্পিউটার ভিশন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে ছবি প্রক্রিয়াকরণকে আরও নিখুঁত করে।
ফলে, ব্যবহারকারীরা শুধু ফটোগ্রাফি নয়, ভিডিও কল, মোবাইল সিনেমা তৈরি বা সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি করতে আরও উন্নত এবং পেশাদার মানের ছবি ও ভিডিও পেতে পারেন।
একাধিক লেন্স থাকা মানে শুধু সংখ্যার খেলা নয়, বরং স্মার্টফোনের ক্যামেরাকে আরও দক্ষ ও বহুমুখী করে তোলা। ব্যবহারকারীর জন্য এটি আরও সৃজনশীল ও সুবিধাজনক ফটোগ্রাফি নিশ্চিত করে।