গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈশাখী মেলার আড়ালে চলছিল জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্যান্ডেল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। তবে পরিস্থিতি টের পেয়ে আয়োজক ও জুয়ারিরা আগেই পালিয়ে যাওয়ায় কেউ আটক বা হতাহত হয়নি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কৈকাশদহ গ্রামের মটেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈশাখ উপলক্ষে কৈকাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় সাত দিনের মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনে মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেলে চলে নাচ-গানের সঙ্গে অশ্লীল নৃত্য। পাশাপাশি সেখানে বসানো হয় জমজমাট জুয়ার আসর।

এলাকাবাসী জানায়, প্রশাসনের অনুমতি ছাড়াই এমন আয়োজনে স্থানীয়রা বাধা দিলেও শোনেননি আয়োজকরা। পরে রাতে উচ্চৈঃশব্দে গানবাজনা শুরু হলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে প্যান্ডেলে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ বলেন, মেলার আয়োজন সম্পর্কে থানাকে কেউ অবহিত করেনি। বিষয়টি জানার পর বিকালেই পুলিশ পাঠানো হয় এবং তারা রাত ৯টা পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করে। তবে রাত ১০টার দিকে স্থানীয় জনতা একত্রিত হয়ে প্যান্ডেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews