প্রতিবেশীর বাড়িতে ঝগড়া লাগলে উঁকি দিয়ে দেওয়ার সুযোগ অনেকেই ছাড়েন না। এ বারও তাই হয়েছিল! সেই ঝগড়ার ভিডিও এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। ঝগড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সানবোনা ওয়াইল্ড লাইফ রিজার্ভে। এক গণ্ডারের সঙ্গে দুই সিংহী ও এক সিংহের মারপিট হতে হতে বেঁচে গেছে। সেই দৃশ্য ধরা পড়েছে রিজার্ভ ফরেস্টের এক কর্মীর ক্যামেরায়।

রোদের মধ্যে দু’টি সিংহীর সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছিলেন পশুরাজ সিংহ। সবকিছু শান্তই ছিল। বলা নেই, কওয়া নেই, একটি ধূসর রঙা এক শিঙের গণ্ডার সেখানে চলে আসে। সে অবশ্য যেচে পড়ে ঝগড়া করতে যায়নি। শুধু রাজা-রাণীদের দিকে আড়চোখে তাকিয়েছিল। তাতেই চটে যায় একটি সিংহী। গণ্ডারকে দেখে তেড়ে যায়।
প্রথমে কিছু না বললেও পরে সিংহীর উপর চটে যায় গণ্ডার। এক শিং বাগিয়ে তেড়ে যায় তার দিকে। এতক্ষণ আয়েশ করে শুয়ে এ সব চাক্ষুষ করছিলেন সিংহ রাজা। কিন্তু নিজের সিংহীর প্রতি গণ্ডারের এ আচরণ সহ্য করতে পারেননি। তিনিও উলটে তেড়ে যান গণ্ডারের দিকে। চটে যান গণ্ডারও।

শিং বাগিয়ে ফের ছোটে রাজার দিকে। এ সিংহ বুদ্ধিমান। ঝামেলা আর বাড়তে দেননি। নিজেই থেমে যান। গণ্ডার অবশ্য রাজাকে একটু চমকে দিয়েই ফিরে যাচ্ছিল। কিন্তু রাজার অপমান অপর সিংহী সইতে পারেননি। রিভেঞ্জ নেয়। সিংহীর সেই রূপ দেখে পালিয়ে যান গণ্ডার। বাঁচে সিংহের দল।

রিজার্ভ ফরেস্টের কর্মচারীর দাবি, জঙ্গলে পশুদের মধ্যে ঝগড়া, মারপিট হয়েই থাকে। তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বড় একটা দেখা যায়নি। যদিও সিংহ-গণ্ডারের মারপিট হলে বিপদ হতে পারত বলে আশঙ্কা তাঁর। সূত্র : এই সময়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews