নিজ দেশের ভবিষ্যৎ নিয়েও ওই অনুষ্ঠানে কথা বলেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। বলেন, ‘ভারতবর্ষ কোনো সাম্প্রদায়িক হতে পড়ুক, এটা আমরা চাই না। হোক সে হিন্দুরাষ্ট্র বা মুসলমান নবাব অথবা খ্রিষ্টান রাজত্ব। আমরা চাই, সব জায়গায় সবাই একসঙ্গে কাজ করুক—রবীন্দ্রনাথ ঠাকুরেরও এই ইচ্ছা ছিল।’