সবশেষ সভাতে বেশ আশাবাদী ছিলেন সাফের কর্মকর্তারা। আগামী জুন-জুলাইয়ে নির্দিষ্ট ভেন্যুতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্তের কথাও শোনা গিয়েছিল। শ্রীলঙ্কা ছিল তাদের প্রস্তাবিত ভেন্যু।  কিন্তু নতুন জটিলতায় এখন আর সেটা  হচ্ছে না। ২০২৬ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত রেখেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্পোর্টস ফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করছে যে, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আরও কিছু সময় প্রয়োজন। তাই এই টুর্নামেন্টটি ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জাঁকজমকভাবে টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতির সময় পাওয়া যাবে।’

এই সাফে খেলার কথা ছিল ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ও কানাডার শমিত সোমসহ কিউবা মিচেলের। আপাতত তাদের সেই আশায় গুড়ে বালি। 

এদিকে, টুর্নামেন্টের বাণিজ্যিক দিকটা ঠিক রাখতে হোম অথবা অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজন করতে চাচ্ছে কমার্শিয়াল রাইটস হোল্ডার স্পোর্টস ফাইভ। এই নিয়মে একেকটি দেশ তিনটি করে ম্যাচ নিজ দেশে আয়োজন করার সুযোগ পাবে। বাকি তিন ম্যাচ খেলবে অন্য তিন দেশের মাটিতে। এতে করে এর আকর্ষণও বাড়বে। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দুবাইতে করার পরিকল্পনা ছিল। এখন ২০২৬ সালে বিশ্বকাপ থাকায় সাফের জন্য উপযুক্ত সময় নির্ধারণের বিষয়টিও খতিয়ে দেখতে হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews