পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনুপম ভূইয়া (৩০) নামে এক যুবকের বাড়িতে অন্তরা রানী শীল (২২) নামে এক তরুণী অনশন করছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গলাচিপা সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে শের-ই-বাংলা রোড এলাকায় অনশন করেন ওই তরুণী।

অভিযুক্ত অনুপম ভূইয়া ওই এলাকার অ্যাডভোকেট অরুন ভূইয়ার ছেলে এবং অনশনকারী অন্তরা রানী শীল বরিশাল ৩০ নম্বর ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে।

অনশনকারী ওই তরুণী স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন। এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তরা রানী শীল অভিযুক্ত অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় আসেন এবং বিকেল থেকে অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থানসহ অনশন শুরু করেন। এ সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভিড় করতে থাকেন।

অনশনকারী ওই তরুণী বলেন, ‘আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। যাওয়ার পর থেকে অনুপমের সাথে আমার পরিচয়। দীর্ঘ আট বছর ধরে অনুপমের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়েও করেন।’

তিনি আরো বলেন, ‘বিয়ের আগে ও পরে তিনি (অনুপম) আমার সাথে অসংখ্যবার শারীরিকভাবে মেলামেশা করেছেন। তার প্রমাণ রয়েছে। এরপর হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারি চাকরি করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভনও দেন অনুপম ভূইয়া। এরপর থেকে আজ নয় কাল করে বছরের পর বছর ঘুরাতে থাকে, অনুপমের অন্যেত্রে বিয়ের খবর শুনে আমি (অন্তরা রানী শীল) স্বামীর অধিকার নিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সাথে খারাপ আচরণসহ বাড়ির বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায় অনুপমের বাবা অরুন ভূইয়া।’

অন্তরা রানী শীল আরো বলেন, ‘স্বামীর অধিকার আদায়ের জন্য আমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপমের স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি। বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুণীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews