এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ উল্লেখ করেছেন এবং আইসিইউ থেকে ‘অনুকূল’ অবস্থায় তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন।
গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল চালানো দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।