২৫ May ২০২৪ Saturday ১২:৪৩:১৭ AM Print this E-mail this

নেছারাবাদে বাল্যবিবাহের আয়োজনে হাজির ইউএনও, কনের বাবাকে কারাদণ্ড

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে বাল্যবিবাহের আয়োজন করায় এক কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ ওই বাড়িতে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে এদিন দুপুরে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান। পরে তিনি বিয়ে ভেঙে দেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. স্বপন।

স্বপন বলেন, ‘মেয়েটির বাবা পেশায় একজন জেলে। ওই বাড়িতে আজকে বিয়ের আয়োজন চলছিল। এমন সময় ইউএনও স্যার খবর পেয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews