ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা।



বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি- তার ওপর আসে হত্যার হুমকি। নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে।







লুকোচুরি খেলছে আশে-পাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু- কাকে বেছে নেবে তারা?

এমন রহস্য ঘেরা গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।

এই নির্মাতা বলেন, থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।

ওয়েব ফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, চমক ও জিয়াউল রোশান। এছাড়াও আছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরো অনেকে। এটি ঈদ আয়োজনে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে দেখা যাবে।

এনএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews