আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছে পাঞ্জাব কিংসের ব্যাটাররা। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রীতি জিনতার দল টস হেরে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান। অধিনায়ক স্রেয়াশ আয়ার অপরাজিত থেকেও ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই প্রবশিরাম সিংকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে পাঞ্জাব কিংস। ৫ রান করেন তিনি। এরপর প্রিয়ানশ আরিয়া এবং স্রেয়াশ আয়ার মিলে বিপর্যয় সামাল দিয়ে ঝড় তোলেন। ২৩ বলে ৪৭ রান করে আউট হন প্রিয়ানশ আরিয়া। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি।

এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ছোট এক জুটি গড়েন স্রেয়াশ আয়ার। ওমরজাই করেন ১৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল আউট হন কোনো রান না করেই। মার্কাস স্টইনিজ ১৫ বলে করেন ২০ রান। ১৬ বলে শশাঙ্ক সিং করেন অপরাজিত ৪৪ রান। ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আয়ার। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৯টি। গুজরাটের বোলার সাই কিশোর নেন ৩ উইকেট।

আইএইচএস/জেডএইচ/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews