দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তি করতে রাশিয়া সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তির পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর দেশের যে কৌশলগত অংশীদার চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত’ করবে।
ক্রেমলিন সম্প্রতি ঘোষণা করেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাশিয়া সফরের গতকাল এই চুক্তি সই হওয়ার কথা ছিল। রুশ গণমাধ্যম স্পুৎনিকে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইরান ও রাশিয়া তাদের ঐতিহাসিক দায়িত্ব উপলব্ধি করে একটি নতুন ব্যবস্থা তৈরি করছে যেখানে আধিপত্যের পরিবর্তে সহযোগিতা এবং চাপিয়ে দেওয়া নীতির পরিবর্তে সম্মানকে প্রাধান্য দেওয়া হবে। -রয়টার্স