আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় শুরু হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। বড় এই আয়োজনে অংশগ্রহণ করার কথা ছিল ৪০টি দেশের। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে।
টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে গত জুলাই মাসেই। সেটি জানিয়েছেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে জুলাই মাসের শেষের দিকেই টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়।’