প্রথম আলোকে সামিনা চৌধুরী বলেন, ‘হঠাৎ করে নীনা হামিদ চাচির মৃত্যুর গুজব শুনি। এরপর তাঁর ছেলের সঙ্গে কথা বলি। বাবলা (সুমন মাহমুদ) ভাই আমাকে জানিয়েছেন, চাচি ভালো আছেন। কেউ যেন কোনো গুজব না ছড়ায়। সবাই চাচি ও তাঁর পরিবারের জন্য দোয়া করবেন।’
বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় প্রথম আলোর সঙ্গে কথা হয় শিল্পীর ছেলে সুমন মাহমুদের সঙ্গে। তিনি বলেন, আম্মা ভালো আছেন। আমিও দেখলাম, কে যেন ফেসবুকে আম্মার মৃত্যুর খবর নিয়ে পোস্ট দিয়েছে। এটা পুরোপুরি গুজব।’