ডলার–সংকট শুরু হওয়ার পর ২০২২ সালে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞা ও পরে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এরপর ধীরে ধীরে তা শিথিল করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলোকে বৈদেশিক ব্যবসা–বাণিজ্য করতে হলে বিদেশি ব্যাংকের সঙ্গে নতুন নতুন সম্পর্ক স্থাপন ও সম্পর্ক বজায় রেখে চলার কোনো বিকল্প নেই। এ জন্য মাঝেমধ্যে বিদেশেও যেতে হয়। নতুন নির্দেশনার মাধ্যমে মূলত তাঁদের সহজে বিদেশে যাওয়ার পথ খুলে দেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকেরও কোনো অনুমতির প্রয়োজন হবে না।