আগামী দুই বছরের জন্য বাংলাদেশে নতুন ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে গার্গী তনুশ্রী পালকে নিয়োগ দিয়েছে ইউনিসেফ। এই সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে গার্গী বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশে শিশু অধিকার নিয়ে আলোচনা করেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় ইউনিসেফ। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে তিনি নতুন ভূমিকায় বৈশ্বিক এবং জাতীয় মুহূর্তে ইউনিসেফের সঙ্গে জড়িত থাকবেন, যাতে শিশুদের কণ্ঠস্বর জোরদার করা যায়।

দশম শ্রেণির ছাত্রী, ১৬ বছর বয়সী গার্গী একজন শিশু সাংবাদিক ও শিশু অধিকার কর্মী। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থা ‘বি পজিটিভ’ এর নেতৃত্ব দেন এবং ‘সহজ পাঠশালা’ নাম ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের জন্য অনানুষ্ঠানিক একটি স্কুলের ব্যবস্থাপনা দলে কাজ করেন।

গার্গী শিশু সাংবাদিকতা মাধ্যম হ্যালো বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমে সাংবাদিকতা করেন এবং এ পর্যন্ত বাল্যবিবাহ, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ২০০টিরও বেশি প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি ইউনিসেফের সঙ্গে গত ৫ বছরে সচেতনতামূলক প্রচারণা, ইয়ুথ অ্যাডভোকেসি ও অন্যান্য বিভিন্ন কাজের মাধ্যমে শিশু অধিকারের প্রতি তার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছেন।

শিশু অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা তাকে শিশু এবং যুবকদের জন্য একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে গার্গী অন্যান্য শিশু ও তরুণদের এই বিশ্বকে আরও উন্নত করে তোলার জন্য অনুপ্রাণিত করবেন বলে আশা করছে ইউনিসেফ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews