চট্টগ্রাম: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন।





রোববার (৪ মে) সকালে নগরের মুরাদপুরে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আগামী ১০মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার, দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়া। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তরুণদের অবদান নিশ্চিত করার লক্ষ্যেই তারুণ্যের আগামী ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ।  

পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন,  মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  হুমায়ন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম  রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান, মো: শাহেদুল ইসলাম ও জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ৪, ২০২৫

এমআই/পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews