নোয়াখালী: নোয়াখালীতে চাটখিল প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক জুয়েল খালেদকে অপহরণ করে মারধরের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে মারধরের পর খালেদকে গুলি করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।



বিভিন্ন সূত্র ও স্থানীয়রা জানায়, রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার আল দুবাই কমপ্লেক্সের ভাড়া বাসা থেকে সাংবাদিক জুয়েল খালেদকে অপহরণ করে নিয়ে যায় রামনারায়ণপুর ইউনিয়নের একদল সন্ত্রাসী। রামনারায়ণপুর নেওয়ার পর সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে।







রোববার দিনগত রাত ১টার পর থেকে ২৬ সেকেন্ডের মারধরের একটা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, মারধরের পর খালেদকে হত্যার উদ্দেশ্যে গুলিও করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, নিউজ প্রকাশের জেরে সন্ত্রাসীরা সাংবাদিক জুয়েল খালেদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাল পাড়ের ঠেঙ্গার বাড়িতে জুয়েল খালেদকে আটকে রাখা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫

আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews