পাটের ব্যবহার বাড়াতে গবেষণার তাগিদ

বহুমুখী পাট পণ্য তৈরি করে পাটের ব্যবহার বাড়াতে গবেষণার তাগিদ দিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিজ্ঞানীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিষিদ্ধ পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে সরকার চেষ্টা করছে। ফলে পাটের সেই সুদিন আবার ফেরত আনার সুযোগ তৈরি হয়েছে। সোনালী আঁশের মান আরও উন্নত করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তর ও বার্ষিক কৃষি গবেষণা পর্যালোচনা কর্মশালায় তিনি এ কথা বলেন।

কৃষি সচিব উদ্যোক্তাদের স্বার্থে পাটকে কৃষি পণ্যের পাশাপাশি টেক্সটাইল শিল্পে রূপান্তরসহ বিভিন্ন পরিকল্পনার উপর জোর দেন। আগামী ২০ বছরে পাটের গবেষণা কার্যক্রমের জন্য একটি রোডম্যাপ তৈরির কথাও বলেন তিনি।

বিজেআরআই এর মহাপরিচালক ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খান,  কৃষি মন্ত্রণলায়ের অতিরিক্ত সচিব  আফসারী খানম,  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক  ড. নাজমুন নাহার করিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews