সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবারও দেশের শেয়ার বাজারে সূচকের বড় পতন হয়েছে। দাম কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে ৬২২৬.৫৬ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন প্রধান সূচক কমেছিল ১৬ পয়েন্ট। অর্থাৎ দুই দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের বেশি কমেছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ডিএসইএস ২.৭১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫১ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে ২১০৫.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে। গতকাল এই বাজারে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৯টির, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫১টির দর।

 দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো— সিএনএ টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্ট, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্যাসেফিক ডেনিমস ও অলেম্পিক এক্সসরিজ।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৪ লাখ টাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews