কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭-বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে অসাধু চোরাকারবারিরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছিল। এ সংবাদ পাওয়ার পর বিজিবি চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়।

সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে চোরাকারবারিরা অবৈধ মালামাল আনার সময় বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক লাখ ৩২ হাজার ১২০টি আতশবাজি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩৩ লাখ তিন হাজার টাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews