বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যশোরের শার্শার আব্দুল্লাহর বাড়িতে গেছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. আবু জাফর। বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়ায় বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নেন, কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক।
এ সময় তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী সবাই ন্যায়বিচার পাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুর জাহান বেগমসহ অন্য উপদেষ্টারাসহ আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি, বিন্দুমাত্র হলেও যেন তাদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন- যশোরের জেলা এডিসি এস এম শাহিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।