চলতি আইপিএল মৌসুমের শুরু থেকেই রানের বন্যা। উদ্বোধনী ম্যাচে ১৭৪ রান তুলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২২ বল আগে ৭ উইকেটে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করে ২৮৬ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে রাজস্থান তুলেছিল ২৪২ রান।

এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬ ইনিংসের দুইশোর বেশি রান হয়েছে। ভক্ত-সমর্থকদের নজর এখন ৩০০ রানের দিকে। তাদের ভাবনা, যেকোনো সময় ৩০০+ রানের রেকর্ড হয়ে যেতে পারে আইপিএলে।

অর্থাৎ আইপিএলের ফ্ল্যাট পিচে বোলারদের জন্য কিছুই থাকছে না। ব্যাটারদের কাছে তারা যেন অসহায়। হায়দরাবাদের বিপক্ষে বেদম মার খেয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪ ওভারে ৭৬ রান খরচা করেছিলেন রাজস্থানের পেসার জোফরা আরচার। অন্য বোলারদেরও প্রায় একই পরিণতি।

টানা এমন হাইস্কোরিং ম্যাচে দেখে মোটেও সন্তুষ্ট নন গুজরাট টাইটানসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। প্রতি ইনিংসে এমন রান হলে খেলার মজা নষ্ট হয়ে যাবে বলে মনে করেন তিনি।

ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য থাকতে হবে। যদি সেটি না তাহলে ওই খেলাকে ক্রিকেট বলতে নারাজ রাবাদা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবাদা বলেন, ‘খেলাটাকে কোনো না কোনোভাবে এগিয়ে যেতে হবে, তবে আমি মনে করি না এটি খুব বেশি একপেশে হয়ে যেতে পারে। প্রতিটি ম্যাচই যদি একই রকম হয়, তাহলে মজাটাই হারিয়ে যাবে। তখন খেলার নাম ক্রিকেট না রেখে 'ব্যাটিং' রাখাই ভালো হবে।’

‘কিছু রেকর্ড ভাঙা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে। বেশি রান হওয়া ভালো, তবে কম রান হওয়া ম্যাচও গুরুত্বপূর্ণ। কিন্তু এটিকে একপেশে করা যাবে না, ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকা দরকার’-যোগ করেন রাবাদা।

রাবাদার মতে, রোমাঞ্চকর ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের রান করার জন্য কঠোর পরিশ্রম করতে হতে। সহজে রান পেয়ে গেলেও তো খেলার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে।

রাবাদা বলেন, ‘শুধু কন্ডিশন নিয়ে অভিযোগ করলে চলবে না। একজন বোলার হিসেবে আপনাকে কিছু করতে হবে। তবে পুরো ক্রিকেট খেলা একঘেয়ে হয়ে যাবে, যদি শুধু বড় রান বা কম রান হওয়া ম্যাচই দেখা যায়। উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো সেইগুলো, যেখানে ভারসাম্য থাকে। যেখানে ব্যাটসম্যানদের উইকেট পড়লে নিজেকে প্রমাণ করতে হয় এবং সত্যিকারের ভালো খেলে দলকে জিততে হয় অথবা বোলারদেরও তেমনই পারফরম্যান্স দেখাতে হয়। এটি শুধু টিকে থাকার খেলা হওয়া উচিত নয়।’

এমএইচ/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews