মেট্রোরেলে অগ্নিসংযোগের ঘটনায় কাফরুল থানায় করা মামলায় পাঁচ দিন রিমান্ডে ছিলেন রিজভী, মিয়া গোলাম পরওয়ারসহ এই আটজন। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে ছয়জনকে বনানী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করেন তাঁদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রামপুরা থানার মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড হয়েছিল।
যাদের আজ রিমান্ড চাওয়া হয়নি তাঁরা হলেন নুরুল হক ও মাহমুদুস সালেহিন।