মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকা। ফলে অনেক রাস্তাই নদীতে পরিণত হয়েছে। স্থানীয় অনেক বাসিন্দাই আটকে পড়েছিলেন গাড়িতে।

পানিতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় স্থানীয় অনেক বাসিন্দাই গাড়ি ফেলে রেখেই বাসায় ফিরতে বাধ্য হয়েছেন। 

আল নাহাদা এলাকার বাসিন্দা হাদি আকবারি খালিজ টাইমসকে বলেছেন, ‘আমার নিরুপায় হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না। পানির স্তর বেড়ে আমার গাড়ি তলিয়ে যায়।' তিনি কান্নাভেজা চোখে আরো বলেন, ‘আমার মনে হলো নিজেরই একটা অংশ ডুবে যাচ্ছে।’

এরকম আরো অনেকের গাড়ি তলিয়ে গেছে। দুবাইর বাসিন্দা শেখা বলেছেন, ‘পানি বাড়ছিলো। বেশ বৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছিলো আমি আটকা পড়ে গেছি।’ ‘গাড়ি ছেড়ে বেরিয়ে পড়া আমার জন্য কঠিন ছিলো। কিন্তু কিছুই করার ছিলো না। আমার ও বাকিদের নিরাপত্তার কথা ছিলো সবার আগে। এটা কঠিন সিদ্ধান্ত ছিলো। তবে মনে হয় আমি ঠিকই করেছি।’



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews