ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে আহত করার ঘটনায় ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শাহিনসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন- শাহিন (২১), শ্রীনাথ মন্ডল (২৫), আসাদ (৫৫), কুরবান (২৬), সাকিব (২২), সজিব (১৯), পারভেজ (২০), মোশাররফ (২৫), রুবেল (২৭), রিয়াজ (১৮), শাহীন (২৮), ইমন (২৫), রকি (২২), রাজা (৩৮), তুষার (২৫), সজল (২৮), হেলাল (৩৭), হৃদয় (২১), মুরসালিন (২০), মামুন (২০), সাফায়েত (২০), শুভ (১৯), সালমান (১৮), মাজহারুল (১৮), রাব্বি (১৮) ২৬, আবজাল (১৯), ইয়াসিম (১৯), জহিরুল (১৯), বাবু (১৯), রুমান (২১), জহিরুল (১৮), সুমন (৩০), সোকেল (১৮), এমদাদুল (২৫), সাগর (২২), শাকিব (২০), উজ্জ্বল (৩১), আকরাম (২০), জিসান (২৩), জিল্লুর (২৩), হৃদয় (৩১), শাকিব (২২), রিয়াজ

(২৮) ও সোহাগ (২৮)।



সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রোববার (১৮ মে) সারা রাত রায়েরবাজারের বোটঘাট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।







তিনি আরও জানান, গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে ‘পাটালি গ্রুপ’ এর সদস্যরা। এ হামলার পরই মোহাম্মদপুর থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়।

গ্রেপ্তারদের মধ্যে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরাও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসসি/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews