বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও প্রকাশনীর কাজে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই দুটি প্রযুক্তি সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গতকাল রাজধানীর শাহবাগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্ম ও ফন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি)।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. মাহবুব করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংশ্লিষ্টদের মতে, এর আগে বাংলা ভাষার জন্য এ ধরনের পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।
নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে এই ফন্ট সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের আওতায় দেশে প্রচলিত প্রায় ৪০টি নৃতাত্ত্বিক ভাষার কথিত রূপের প্রায় ১০ হাজার মিনিটের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে প্রতিটি ভাষার জন্য একই পরিমাণ ডেটা সংরক্ষণ করা হবে, যাতে সেগুলোকে টেক্সট-টু-স্পিচ ও স্পিচ-টু-টেক্সট প্রযুক্তিতে রূপান্তর করা যায়।
এ ছাড়া অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে হার্ড কপি নথিকে ডিজিটাল টেক্সটে রূপান্তরের ক্ষেত্রে যে অতিরিক্ত শ্রমঘণ্টা ব্যয় হয়, তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। প্ল্যাটফর্মটির এপিআই উন্মুক্ত করা হয়েছে এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সিকিউরিটি চেকিং ব্যবস্থাও রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন