অস্ট্রেলিয়া সফরে একমাত্র চার দিনের ম্যাচের তৃতীয় দিনে সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হারল বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১১৪ রানের জবাবে ৩৮০ রান করেছিল সাউথ অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৬ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে পিছিয়ে ছিল সফরকারীরা।

তৃতীয় দিন বাকী ৭ উইকেটে ১৪৮ রান যোগ করে ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের হয়ে শাহাদাত হোসেন দিপু সর্বোচ্চ ৪৯, হাসান মুরাদ ৪২, ইয়াসির আলি ৩৬ ও ইফতিখার হোসেন ইফতি ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার জর্ডান বাকিংহাম ৩ উইকেট নেন।

চার দিনের ম্যাচের আগে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের টুর্নামেন্টে নবম হয় বাংলাদেশ ‘এ’ দল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews