স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বড় সমস্যা চাঁদাবাজি। এ অঞ্চলে যত সহিংসতার ঘটনা ঘটছে তার মূলে রয়েছে চাঁদাবাজি। এ চাঁদাবাজি বন্ধ করা না গেলে কোনো দিনই এখানে সমস্যার সমাধান হবে না। যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় ও সমতলে অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধের পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার বেলা ২টায় বিজিবি রাঙামাটি সদর সেক্টর দপ্তরে সাংবাদিদের দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের সময় সমতলে অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে সেগুলো এখনো উদ্ধার হয়নি। এ অস্ত্রগুলো উদ্ধার করা গেলে অনেক সমস্যার সমাধান হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থাতেই চাঁদাবাজির ছাড় দেওয়া না হয়। আর আইনশৃঙ্খখলা পরিস্থিতি কেউ হাতে নিলে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। এছাড়া সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া সাজেক পর্যটন কেন্দ্র ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews