পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা ডিভিশনের আবেদন করলে আদালত সেটা আমলে নিয়ে পরে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সাংবাদিকদের বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর হয়েছে। আমরা ডিভিশন দেওয়ার আবেদন করলে আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন। নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, আইভীকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শুধু ওই মামলাতেই জামিন চেয়ে আসামি পক্ষের আইনজীবীরা ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেছে। তখন আদালত জামিন নামঞ্জুর করেছেন। এর আগে গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিদ্ধিরগঞ্জ থানার পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।