ঢাকা: রাজধানীর হাজারীবাগে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত সাবেক যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।



বুধবার (২০ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিয়ার স্থায়ী বাড়ি হাজারীবাগ ভাগলপুর লেনে।







তার বাবার নাম মৃত হাজী আফতাব উদ্দিন। অবিবাহিত ছিলেন জিয়া।  

স্থানীয় যুবদল সদস্য মো. ডালিমসহ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ এনায়েতগঞ্জ মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে যখন জিয়া বের হন, তখন ৩০-৪০ জনের একটি দল এসে তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। আহত অবস্থায় ফেলে রেখে গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে অস্ত্রোপচারের পর আবার ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

তারা আরও জানান, গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগ পাম্পের পাশে স্থানীয় যুবকদের নিয়ে একটি সালিশি বিচার হয়। সেখানে এলাকার কয়েকজন যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে শিবলু, সুমন নামে দুই যুবক। পরদিন শুক্রবার ওই যুবকরা তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ করেন। এটি নিয়ে তারা ক্ষিপ্ত হয়। জিয়া ওই যুবকদের ফুসলিয়েছে বলে অভিযোগ তুলে ওইদিন সন্ধ্যায় সুমনের হুকুমে জিয়াকে মারধর ও ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।  

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২০২৪

এজেডএস/আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews