এবার বাংলা গানের তালে নাচলেন বলিউড অভিনেত্রী ও কোরিওগ্রাফার নোরা ফাতেহি। সম্প্রতি নোরার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে অনলাইনে। আর তাতেই ভিন্ন এক আবহে দেখা যায় নোরাকে।
সামাজিক যোগাযোগযোগ মাধ্যমে সঞ্জয় নামের একটি আইডি থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সঞ্জয় গান গাইছেন 'ওর হাতে মেহেন্দি,ওর হাতে মেহেন্দি। এপিঠে না ওপিঠে নামটা লিখেছো কি'। ওর হাতে মেহেন্দি ওর হাতে মেহেন্দি এপিঠে না ওপিঠে আমার নামটা খুঁজি।' আর সেই গানের তালেই কোমড় দোলান নোরা।
এ সময় কমেন্ট বক্সে নোরাকে নিয়ে নানা রকম ইতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা। অনেকেই ধারণা করছেন সামনে হয়তো আসতে চলেছে নোরার নতুন কোন আইটেম সং, যা বাংলা-হিন্দি কম্বো ফ্লেভার দিবে দর্শকদের।