আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখে আইপিএল খেলার জন্য নেয় কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু কিছু উগ্রপন্থীদের দাবির মুখে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে মোস্তাফিজ বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারি নির্দেশনা অনুসারে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, দেশের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে।

ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইয়ে (বাদ দিল) করল। এটা তো নরমাল সেন্সে ভালো না। একটা ভালো প্লেয়ার। এমন না যে দয়া-দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই স্বীকার করে। ওরাও স্বীকার করে।

তিনি আরও বলেন, অতএব বাংলাদেশ যে রেসপন্স দিছে সেটা ‘কমপ্লিটলি রোবাস্ট’ এবং ওইটাই । এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews