১২ দলীয় জোটের নেতা ও জমিয়তে উলামায়ে ইসলাম-বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনসুরুল হাসান গত শুক্রবার রাত ১১টায় মৌলভীবাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৩ নভেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি আলেম মরহুম আল্লামা মনসুরুল হাসান রায়পুরী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। একজন প্রসিদ্ধ ইসলামী পণ্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ছিলেন সবসময় ন্যায় ও ইনসাফের পক্ষে সোচ্চার। আল্লামা মনসুরুল হাসান রায়পুরী'র ইন্তেকালে দেশ একজন গুণী আলেমকে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় আল্লামা মনসুরুল হাসান রায়পুরী'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মনসুরুল হাসানের মৃত্যুতে ১২ দলীয় জোটও শোক জানিয়েছে।