দুদিনের ভারত সফরে এসেছেন আবু ধাবির যুবরাজ তথা সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মরুদেশে গিয়ে প্রথম হিন্দুমন্দিরের উদ্বোধন করেছিলেন মোদি। যা আবু ধাবিতে অবস্থিত। সেসময় তিনি বার্তা দিয়েছিলেন যে, দুদেশের মৈত্রী দীর্ঘজীবী হোক। ভবিষ্যতে এই মজবুত বন্ধুত্ব কায়েম রাখতে উদ্যোগী দিল্লি-আবু ধাবি।

প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে রবিবার ভারতে পা রাখেন আবু ধাবির যুবরাজ নাহিয়ান। সোমবার তিনি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর পর রাজধানীর হায়দরা হাউসে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আমিরাতের ও ভারতের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে দুজনে বৈঠকে বসেন। রবিবারই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ভারত ও আরব আমিরাতের বন্ধুত্ব ঐতিহাসিক। আগামী দিনে এই সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রযুক্তি, শিক্ষা-সহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় হবে।’ ভারতের সঙ্গে বন্ধন আরও মজবুত করতে আগ্রহী আবু ধাবির যুবরাজ নাহিয়ানও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামীকাল ১০ সেপ্টেম্বর মায়ানগরী মুম্বাইতে যাবেন তিনি। যোগ দেবেন বিজনেস ফোরামে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রথম হিন্দু মন্দির বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যার দ্বারোদ্ঘাটন হয়েছিল মোদির হাত ধরে। এই মন্দিরের সঙ্গে ওতপ্রতভাবে জুড়ে রয়েছে ভারতও। সেসময়ই নাহিয়ানকে দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews