মোজাম্মেল হোসেনের বাবা মকবুল সরদার পেশায় দিনমজুর। নিজের জমি নেই। পরিবার নিয়ে বসবাস করেন খাস জমিতে। খরচ জোগাতে না পারায় বড় ছেলে পড়ালেখা করতে পরেননি। মোজাম্মেল হোসেন পড়ালেখা করেছেন নানা বাড়িতে থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার পড়ালেখার প্রতি আগ্রহ ছিল। কিন্তু পরিবারের সঙ্গতি ছিল না।  নানা বাড়িতে থেকে স্কুলের গন্ডি পেরিয়েছি। ভালো ফালাফল করায়  ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী’ শিক্ষাবৃত্তি পাই। এই বৃত্তি আমার উচ্চশিক্ষার পথকে সুগোম করেছে। আর আমার মা মমতাজ বেগম, তিনি আমাকে আগলে রেখেছে, সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর অবদান সব থেকে বেশি। আমি বিশ্বাস করি লক্ষ্য আর্জন করতে চাইলে সৎ থাকতে হবে।’  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews