চালের বাজারে শৃঙ্খলা ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে নীতি কাঠামো নির্মাণে আরেক ধাপ এগোলো খাদ্য মন্ত্রণালয়।
বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, মিল থেকে বাণিজ্যিকভাবে চাল সরবরাহের আগে বস্তার ওপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিলগেটের মূল্য এবং ধান/চালের জাত উল্লেখ করতে হবে। এসব তথ্য হাতে লেখা যাবেনা।
তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৪ এপ্রিল থেকে।