চুয়াডাঙ্গায় নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বেগনগর এলাকায় জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের প্রচার বিভাগের আয়োজনে এবং জেলা প্রচার বিভাগের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রচার বিভাগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, কুষ্টিয়া থেকে আগত সিনিয়র সাংবাদিক সাজ্জাদ রানা, দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদ এবং কুষ্টিয়া টাইমসের নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘নবীন সাংবাদিকদের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। গুজব ও অপপ্রচারের বাইরে এসে ইতিবাচক সাংবাদিকতা গড়ে তুলতে আমরা এ উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘এ কর্মশালার মাধ্যমে এমন সাংবাদিক তৈরি হবে, যারা জনপদের উন্নয়ন ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews