ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।



শনিবার (১২ জুলাই) সকালে স্থানীয় সময় ৭টার কিছু পর এই দুর্ঘটনার খবর পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।







এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত তিনজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বর্তমানে সাতটি ফায়ার টেন্ডার উদ্ধার কাজে অংশ নিচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমজে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews