ভারত সফরের প্রথমদিনে কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে ঠিক মতো দেখতে না পাওয়ায় যুবভারতীতে ভাংচুর শুরু করে দর্শকরা। যা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে রয়েছে। ইতোমধ্যে পুরো বিষয়টি তদন্ত করে ৩ সদস্যের একটি কমিশন গঠন করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। এদিকে এই বিশৃঙ্খলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
যুবভারতীতে মেসি প্রবেশ করলে তাকে ঘিরে ধরে সেখানকার মন্ত্রীরা। এমনকি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের একটি ছবি ভাইরালও হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেসিকে গল জড়িয়ে ধরেছেন তিনি। ফলে বিশৃঙ্খলার জন্য অনেকে অরূপ বিশ্বাসের দিকেও আঙুল তুলছেন।
আরও পড়ুন
তবে অরূপ বিশ্বাসের পদত্যাগের বিষয়টিকে নাটক বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেন, কুণাল ঘোষের পোস্ট থেকেই জানা গেল—অরূপ বিশ্বাস নাকি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন।এটা কোনো জবাবদিহি নয়, এটা বৃহত্তর নাটকেরই অংশ।
তিনি বলেন, তদন্ত কমিটি কি রিপোর্ট দিবে সেটা সবার জানা। এই পদত্যাগের লক্ষ্য একটাই —এই মামলায় যেন “প্রভাবশালী” তকমা না লাগে এবং তদন্ত কোনোভাবেই যেন CBI বা ED-র হাতে না যায়। মুখ্যমন্ত্রী তার প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিপদে ফেলবেন না। কারণ, এই ঘটনার পিছনে জড়িত আছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনও। তাদের আড়াল করতেই এই গোটা নাটক।