ভুয়া সংবাদ প্রত্যাহারসংক্রান্ত গবেষণায় প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমকে জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানাল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। সংস্থাটি রোববার এক ব্যাখ্যায় বলেছে, প্রত্যাহার করা সব সংবাদ অপতথ্য না–ও হতে পারে। বিষয়টি নিয়ে ‘কোনো কোনো গণমাধ্যমে অসম্পূর্ণ ও অস্পষ্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে’।
রাজধানীর প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে ‘বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি’ শীর্ষক এক সেমিনারে গত শনিবার একটি চলমান গবেষণায় পাওয়া তথ্য তুলে ধরেন সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের (আইসিটি) একটি প্রকল্পের পরামর্শক মামুন-অর-রশীদ। তিনি গবেষণাটি করছেন পিআইবির পক্ষে।