ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু এক দিনে বছরের সর্বোচ্চ শনাক্ত

সেপ্টেম্বর মাসের শুরু থেকে ধারাবাহিকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রায় প্রতিদিন শনাক্তে নিত্যনতুন রেকর্ড গড়ছে। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। চলতি বছর এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যাটি সর্বোচ্চ। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর বাইরে রাজশাহীতে ডেঙ্গুতে মৌসুমের প্রথম এক নারীর মৃত্যু হলেও এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এটিসহ ধরলে এই সময়ে এক দিনে বছরের সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে।

গতকাল পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে চারজন রাজধানীর; একজন চট্টগ্রাম ও একজন বরিশালের। এতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন। 

অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৬ জন, ঢাকা বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১৫১, বরিশালে ৬৫, খুলনায় ১০১, ময়মনসিংহে ১৮, রাজশাহী বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৩৩ রোগী ভর্তি হয়েছেন। গত এক দিনে সিলেট বিভাগে কোনো রোগী ভর্তি হননি।

এ বছর সবচেয়ে বেশি ১০ হাজার ৭১৯ জন ভর্তি হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এ ছাড়া ঢাকা বিভাগে ২ হাজার ৫৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০৭, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬২৮, খুলনা বিভাগে ১ হাজার ৮০৪, রাজশাহী বিভাগে ৩৬১, রংপুর বিভাগে ২১১, বরিশাল বিভাগে ২ হাজার ২২৯ জন এবং সিলেট বিভাগে ১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮২২  রোগী। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালে, ৯৪ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৯, খুলনা বিভাগে পাঁচ এবং বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। 

রাজশাহী ব্যুরো জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চলতি মৌসুমে রাজশাহীতে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যু। বর্তমানে আরও ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। ডেঙ্গুতে প্রাণ হারানো শাকিলা খাতুনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews