উপসর্গ সম্পর্কে রানি লিখেছেন, ‘গতকাল থেকে আমার শরীর থেকে কিছু রক্ত বের হওয়ায় অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ কথা বলার পর গলা ব্যথা করছিল।’

এখন আমরা জানি, ফ্লাভি ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত এবং নিবিড়ভাবে সম্পর্কিত চারটি ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে এডিস ইজিপটি ও এডিস অ্যালবোপিকটাস নামের বিশেষ প্রজাতির মশার মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে। প্রাকৃতিকভাবে যেখানেই এ মশার অস্তিত্ব আছে, সেখানেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এতে অনেক মানুষ আক্রান্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নথিভুক্ত তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম ৪ মাসে বিশ্বে ৭৬ লাখের বেশি ডেঙ্গুতে আক্রান্তের ঘটনা ঘটেছে, যা ২০২৩ সালের পুরো বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে ৬৫ লাখ আক্রান্তের ঘটনা জানা গিয়েছিল। ২০২৪ সালের প্রথম চার মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ডব্লিওএইচওর বৈশ্বিক ডেঙ্গু নজরদারির ব্যবস্থার আওতায় নথিভুক্ত হওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের জুলাইয়ের শুরু নাগাদ ৯৬ লাখ ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে বিশ্বব্যাপী ৫ হাজার ৩৬৬ মানুষ মারা গেছে। ২০২৩ সালে বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews