বিশ্লেষকেরা বলছেন, ঈদের সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে রয়েছে, সঙ্গে ঈদের ছুটি—দুই মিলে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নেমেছে। শুক্রবার বসুন্ধরা সিটির বিপণিবিতানগুলো বন্ধ ছিল। সেখানে কেনাকাটা করতে এসে অনেকে সিনেমা দেখেন, কিন্তু ছুটির মধ্যে শুধু সিনেমা দেখতেই ভিড় করেছে দর্শক।
টিকিট কাউন্টারের সামনেও দর্শকের জটলা দেখা গেল। টিকিট আছে কি না, জানতে চাইছেন তাঁরা। কাউন্টার থেকে টিকিট বিক্রেতা বলেন, আজকে (শুক্রবার) ঈদের সব সিনেমার টিকিট শেষ।
শুক্রবার বিকেল চারটার দিকে শাখাটিতে খোঁজ নিয়ে জানা গেল, ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন-৩’—পাঁচ ছবির কোনোটিরই শুক্রবারের টিকিট নেই। ‘বরবাদ’ সিনেমার গতকাল শনিবার ও আজ রোববারের টিকিটও ফুরিয়ে গেছে। গতকাল পর্যন্ত ‘দাগি’ সিনেমার টিকিট ‘সোল্ড আউট’ ছিল, আজকের টিকিটও ফুরিয়ে এসেছে। ‘জংলি’ নিয়েও দর্শকের আলাদা আগ্রহ দেখা গেছে।