রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা শঙ্কায় নিজেদের দেশে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। ভারত বা সংযুক্ত আরব আমিরাতকে ‘হোম’ ভেন্যু বানিয়ে খেলতে হয় তাদের। তবে এবার ভারতের কোন একটি ভেন্যুকে নিজেদের স্থায়ী ‘হোম’ ভেন্যু হিসেবে চান আফগান টেস্ট অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। 

সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়ডায় একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এর আগে ‘স্বাগতিক’ হিসেবে আফগানিস্তান ভারতের দেরাদুন, লক্ষ্ণৌ এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টেস্ট খেলেছে।

তবে বারবার হোম ভেন্যু বদলানো লাল বলের ক্রিকেটে আফগানিস্তানের উন্নতির পথে অন্তরায় বলে ধারণা হাশমতউল্লাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই আফগান ক্রিকেটার বলেন, ‘ভারত আমাদের হোম ভেন্যু, কিন্তু যখন কোনো দলের সঙ্গে খেলতে নামি, তখন দেখি তারা আমাদের চেয়ে এখানে বেশি ম্যাচ খেলেছে। আশা করি ভারতে একটা ভালো ভেন্যু পাব এবং সেখানেই নিয়মিত হব। যদি একটা স্থায়ী ভেন্যু পাই, তাহলে সেটা বেশি কাজে দেবে।’

ভারত সফরে বাংলাদেশের টেস্ট দলে থাকতে পারেন যারা

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও এই ফরম্যাটের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পায় না আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ছয় বছরে মাত্র নয়টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে পেয়েছে দলটি।

২০২৩ থেকে ২০২৭ এর এফটিপিতে ২২ টেস্ট ভাগে পড়েছে আফগানিস্তানের। কিন্তু এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ছয়টি ও আয়ারল্যান্ডের বিপক্ষে আছে তিনটি ম্যাচ। নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি করে ম্যাচ তাদের।

শক্তিশালী দলের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার আবদার জানিয়ে হাশমতউল্লাহ বলেন, ‘ছয় বছরে নয় টেস্টকে আমি খুব বেশি বলতে পারি না। ভালো দলের সঙ্গে খেলার সুযোগ পেলে আমরাও ভালো করব এবং আমাদের বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাস দেখুন, তাদের র‍্যাংকিং দেখুন, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ এবং আশা করি আমাদের ক্রিকেট বোর্ড আরও চেষ্টা করবে ভবিষ্যতে ভালো দলের সঙ্গে খেলার সুযোগ সৃষ্টি করতে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews