‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার আগের মেয়াদে দ্বিপক্ষীয় এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারত্বের নতুন ক্ষেত্রগুলো অন্বেষণে কাজ করে যাবে’ এমনটাই বলেন প্রধান উপদেষ্টা।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে জাতিকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ এ যাত্রায় ট্রাম্পের সাফল্য কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।